wedding01

বিবাহের উপকরণাদি

অগ্রে ষষ্ঠী এবং মার্কণ্ডেয়াদি পূজা – সিদ্ধি, সিন্দুর, তিল, যব, শ্বেতসর্ষপ, হরিতকী, ধূপ, ধূনা, গুগগুল ও বটের ডাল ১টা, ঘট ১টা, পল্লব ১ দফা, তৈল, হরিদ্রা, তাম্বুল, সুপারি, কদলী, ষষ্ঠীর শাড়ী ১, মার্কণ্ডেয়ের ধুতি ১ জোড়া, আসনাঙ্গুরীয়ক ২ প্রস্হ, মধুপর্কের কাঁসার বাটী ২ টা, দধি, মধু, গব্যঘৃত, চিনি, পুষ্প, চন্দন, দূর্ব্বা, বিল্ল্বপত্র, তুলসী প্রভৃতি ১ দফা। সগণাধিপ গৌর্য্যাদিষোড়শ মাতৃকার শাড়ী ১৬ খানা ও সোত্তরীয় বস্ত্র ১ প্রস্হ, আসনাঙ্গুরীয়ক ১৭ প্রস্হ, মধুপর্কের কাঁসার বাটী ১৭ টা (অশক্তপক্ষে ষোড়শোপচারে পূজা ১ দফা, তদভাবে দশোপচারে), নৈবেদ্য ১৭ খানা, তাম্বুল ১৭ টা, ফল-মূলাদি, মিষ্টদ্রব্য, শ্রীশ্রীষষ্ঠী-মার্কণ্ডেয়ের নৈবেদ্য ২ খানা, ঐ কুচা ১ খানা।

বসুধারার্থ – গব্য-ঘৃত আধ পোয়া, সিন্দুর, কজ্জল, তৈল, হরিদ্রা, চন্দনাদি, চেদিরাজবসুর ষোড়শোপচারে পূজার ধূতি ১ জোড়া, আসনাঙ্গুরীয়ক ১ প্রস্হ, মধুপর্কের বাটী ১ টা, দধি, মধু, ঘৃতাদি, নৈবেদ্য ১ খানা, (অশক্তপক্ষে দশোপচারে পূজা)।

অধিবাসের দ্রব্য – তৈল-হরিদ্রা, মহী (মৃত্তিকা), গন্ধ (চন্দন), শিলা (নুড়ি), ধান্য, দূর্ব্বা, পুষ্প, ফল (১ ছড়া অখন্ড কাঁঠালি কলা), দধি, গব্যঘৃত, স্বস্তিক (পিটুলি নির্ম্মিত), সিন্দুর, শঙ্খ, কার্পাস সূত্র, কজ্জল, রোচনা (গো-রচনা), সিদ্ধার্থ (শ্বেতসর্ষপ), কাঞ্চন, রৌপ্য, তাম্র, প্রদীপ, দর্পণ (আরশি), ব্যজন (চামর)। আচারানুসারে বরণডালা, শ্রী ইত্যাদি মাঙ্গল্য দ্রব্য, প্রশস্তিপাত্র।

নান্দিমুখশ্রাদ্ধের দ্রব্য – যজ্ঞেশ্বরের ধুতি ১ জোড়া, দৈবপক্ষে ধুতি ২ জোড়া অভাবে ১ জোড়া, পিতৃপক্ষে ধুতি ২ জোড়া অভাবে ১ ঐ, মাতামহপক্ষে ২ জোড়া অভাবে ১ ঐ, (অতি অশক্তপক্ষে গামছা ৭ খানা)। আতপ তন্ডুল দশ সের, কুশ ভোজ্য ৫ টা, তাহাতে গামছা ৫ খানা। অন্নপাত্র-দৈবপক্ষে ২ দফা, পিতৃপক্ষে ঐ ২ দফা, মাতৃপক্ষে ঐ ২, গব্য-ঘৃত এক ছটাক, মধু আধ পোয়া, দধি, কদলী, ফল-মূলাদি, মিষ্টদ্রব্য, কলার খোলা অভাবে ঐ পত্রপিণ্ড ৭ টা, পান, সুপারি, ধূপ, দীপ, গঙ্গামৃত্তিকা, যব, শুক্ল, পুষ্পাদি, তুলসী, শুক্ল চন্দনাদি, পিণ্ডার্থ উপকরণ, বিল্ল্ব, বদর, আর্দ্রকাদি, পিণ্ডার্থ সূত্র ৬ দফা, দৈব, পৈত্র ও মাতামহ পক্ষে দক্ষিণা ৩ দফা, যজ্ঞোপবীতার্থ সূত্র(পৈতা) ১০ টা। (আচারবশতঃ আনন্দলাড়ু)।

শুভ বিবাহের দ্রব্যসম্প্রদানের দ্রব্য বরপক্ষের-বরের পট্টবস্ত্র ১ জোড়া, টোপর ১ টা, বরণাঙ্গুরীয়ক ১ দফা, ফুলের মালা, জাঁতি ১, বিনামা ১ জোড়া, বরাভরণ ১ দফা। কন্যপক্ষের-পূর্ব্ব পূর্ব্ব জামাতার বরণ বস্ত্রাদি, পুষ্পমাল্যদি, বরের পট্টবস্ত্র ১ জোড়া, কন্যাঙ্গুরীয়ক ১ দফা, আলপনা দেওয়া পিঁড়ে ২ দফা, টোপর ১ টা, যথাশক্তি দানীয় দ্রব্য, ১ জোড়া বনচ্ছত্র কন্যার পট্টবস্ত্র শাটী ১ খানা, আচ্ছাবনবসত্র ১ দফা, কোশাকুশী ১ দফা, কাজললতা ১ খানা, ফুলের মালা বড় ২ টি দফে ঐ মালা ৪ ছড়া, পাঁচফল-বয়ড়া, হরিতকী, সুপারি, জায়ফল, আমলকী, হরিদ্রাবর্গের ঐ পঞ্চফলের যথার্থ গামছা ১ খানা, কুশনিচাজ বিষর্বর ২, মধুপর্কের কাঁসার বাটী ১ টা, দধি, মধু, গব্যঘৃত, চিনি, পাদ্য-অর্ঘ্যাদির পুষ্পাদি ১, পুরোহিত দক্ষিণা।

স্ত্রী আচার – সকল দেবীর বিবাহেই বরের বরণে পর স্ত্রী আচার করা হইয়া থাকে। তাহার দ্রব্যাদি-মালা ২ ছড়া, ছাউনি নাড়া পুষ্পাদি, হাই আমলা, মোনামুনি, তুরা, করু, বরণডালা, চণ্ডীপুঁথি, আচ্ছাদনার্থ বস্ত্র, মাকু, কার্পাসবস্ত্র, শঙ্খধনি, উলুধ্বনি প্রভৃতি।

কুশণ্ডিকা – বটের শাখা ১, সপল্লব ঘট ১, ষষ্ঠী ও মার্কণ্ডেয় পূজা ষোড়শোপচারে, নৈবেদ্য ২ খানা, ক্ষুদ্র নৈবেদ্য ১, গব্যঘৃত ১ আনা, অগ্নি আনিবার কাংস্যপাত্র অভাবে মৃন্ময়পাত্র অভাবে আজ্যস্হলি তাম্রপত্র ১, বালি, কাষ্ঠ, গোময়, দ্বাদশাঙ্গুলপরিমিত উড়ুম্বর সমিধ ২৮, হস্তপরিমিত ধব কিম্বা খাদির অথবা পলাশ কিম্বা যজ্ঞডুমুর বিংশতিকাঠিকা ২০, কুশময় ব্রহ্মণ ১, দ্বাদশাঙ্গুলকুশ ১, একবিংশতিঙ্গুলকুশ ১, সপ্তাঙ্গুলকুশ ৩, সাগ্রকুশপত্রদ্বয় ১, বিতস্তিপরিমিত ঐ ৩ দফা, আস্তরণাদির জন্য কুশ ১ দফা, শিলা ১, নুগি ৪ দফা, লাজ(খৈ), শমীপত্র(শাঁইপাতা), বীরণপত্র(বেণাপাতা), সিন্দূঁর, ঐ প্রদানার্থ বেত্রনির্ম্মিত পাত্র (পালি)।

বর কন্যার বস্ত্র- ধুতি-উড়ানি ১ দফা, লজ্জাবস্ত্র ও শাটী ১ খানা, আম্রপল্লব ১ দফা, জলপূর্ণ কুম্ভ ১ টা, কুলা ১ খানা, ব্রহ্মণ-দক্ষিণা, স্রুক-স্রুবাদি, পূর্ণ হোমের কদলীদ্বয় ও তাম্বুল, পুষ্প-দূর্ব্বাদি, দধি, বিচিত্র পিঁড়ে ২ খানা।

সুবচনী ব্রত – ঘট ১, সিন্দুর, তৈল, হরিদ্রা, তিল, হরিতকী, পুষ্প, দুর্ব্বা, মধু, চিনি, ঘৃত, পূজার শাটী, আসনাঙ্গুরীয়ক ১, মধুপর্কের বাটী ১, পান, সুপারী, অঙ্কিত হংস ও খোঁড়া হাঁস, দুগ্ধ ১ পোয়া, দক্ষিণা। স্ত্রীগণকে তৈল, সিন্দুর ও জলপানীয় দ্রব্য দিবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।